Friday, January 25, 2013

কোন সফটওয়ার ছাড়া, এক সাথে যত খুশি তত Yahoo open করুন।


সালাম সবাই কে, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি দেখাব কি করে কোন সফটওয়ার ছাড়া, এক সাথে যত খুশি তত Yahoo open করতে পারবেন
প্রথমে start যান, তারপর Run  click করুন। এবং সেখানে regedit লিখুন। তারপর OK press করুন
HKEY_CURRENT_USER  এর বামে "+" click করুন
একই ভাবে software এর বামে "+" click করুন
একই ভাবে yahoo এর বামে "+" click করুন
একই ভাবে pager এর বামে "+" click করুন
তারপর Test এর উপর একটি click করুন এবং ডানে পাশে লক্ষ করুন
এখন এখানে mouse এর right buttome  click করেনতুন একটি DWORD Value তৈরি করুন, এবং ইহা rename করুন "plural"
এখন plural এর উপর mouse এর right buttome  click করে Modify তে click করুন
DWORD Value টির Value data "0" দেওয়া থাকবে, ইহা পরিবর্তন করে "1" করে নিন। এবং ok press করুন। ব্যাস হয়ে গেল...
প্রতিবার যেন এত কষ্ট করতে না হয় সে জন্য আপনি চাইলে ইহার জন্য একটি regedit file তৈরি করে রাখতে পারেন
যেভাবে তৈরি করতে হবে......
Test এর উপর mouse এর right buttome  click করে  "Export" click করলে একটি save option আসবে
তারপর আপনি ইহাকে যে কোন নাম দিয়ে save করে রাখুন
save করার পর এমন দেখাবে.... file টিকে যত্ন সহকারে save করে রাখুন
এরপর থেকে পুরো কাজ না করে শুধু file টিতে দু্ই বার click করার পর  OK press করলেই চলবে। আপনি চাইলে এই file টি অন্য যে কোন কম্পিউটারে ব্যবহার করতে পারবেন
এবার যত খুশি তত Yahoo open করুন
জানিনা টিউনটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভাল লাগলে জানাবেন....
ভাল থাকবেন সবাই........
আসসালামুআলাইকুম

No comments:

Post a Comment