Friday, January 25, 2013

জিমেইল এখন আমাদের খুব কাছের আত্মীয় |

আমরা জিমেল করি কিন্তু মেইল কখন ইনবক্সে আসলো তার তাতক্ষনিক খবর জানতে পারলে মনে হয় ভালো হত|একটি মেইল চেক করতে আমরা নেট এ ব্রাউজার এ গিয়ে লগ ইন করো আবার password দেয়া কত জামেলার কাজ |এই কাজ এড়াতে এবং জিমেইল এর খুব কাছে থেকে নিয়ন্ত্রন রাখতে চায়তে ছোট একটি notifiers ব্যবহার করলেই চলবে | তাই আজ আমরা Kwerty-Gmail-Notifiers এর মাধ্যমে Google Gmail এর খুব নিকট আত্মীয় হতে পারি |১.প্রথম প্রবেশ করুন : প্রোগ্রাম ইনস্টল করার পরে, শুধুমাত্র Gmail সঙ্গে প্রথম লগইন করুন |
২. মেল বিজ্ঞপ্তি : প্রতিটি 2 মিনিট (আপনি righit click করে setting এ গিয়ে ধাপে # 4 এই সময় পরিবর্তন করতে পারবেন) নতুন ইমেইল জন্য অনুসন্ধান করা হয় |
ডাউনলোড লিঙ্ক
আরো একটি বিষয় যে আমি এটি windows 7 দিয়ে করেছি, windows xp তে নাও হতে পারে |আপনারা  চেষ্টা করে দেখতে পারেন |

No comments:

Post a Comment