কম্পিউটার নিরাপত্তা এবং অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাভাস্ট তাদের নিরাপত্তাবলয় এবারে মোবাইল জগতেও ছড়িয়ে দিচ্ছে। জানা গেছে, মোবাইলে ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করছে অ্যাভাস্ট। খবর সিনেট-এর।
অ্যাভাস্ট-এর চিফ টেকনিক্যাল অফিসার আন্দ্রেজ ভেলেক জানিয়েছেন, ১৩ কোটিরও বেশি সক্রিয় কম্পিউটার ব্যবহারকারী তাদের কম্পিউটার নিরাপত্তায় অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। বর্তমানে অ্যাভাস্ট তাদের কার্যক্রম সম্প্রসারিত করছে। এ উপলক্ষে আরো বেশি নিরাপত্তা দিতে মোবাইল প্ল্যাটফর্মেও যুক্ত হচ্ছে অ্যাভাস্ট।
জানা গেছে, মোবাইল প্ল্যাটফর্মে অ্যাভাস্টের প্রথম সংস্করণটি কেবল অ্যান্ড্রয়েড চালিত মোবাইলের জন্য।
মোবাইলের জন্য তৈরি করা অ্যাভাস্ট সংস্করণে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, আইডেনটিটি প্রটেকশন, অনলাইন ডেটা ব্যাক-আপ ফিচারগুলোর পাশাপাশি পারসোনাল ভিপিএন নামে একটি বিশেষ ফিচার থাকবে। জানা গেছে, ওয়াই-ফাই নেটওয়ার্কে সুরক্ষা দেবে ভিপিএন।
আগামি দুই-তিন মাসের মধ্যেই মোবাইলের জন্য অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস পাওয়া যাবে।
No comments:
Post a Comment