সম্প্রতি অনলাইনে মাইক্রোসফটের ‘টুলালিপ’ নামের নতুন প্রকল্প ফাঁস হয়ে গেছে। মাইক্রোসফট তড়িঘড়ি করে এটাকে সাধারণ অভ্যন্তরীণ প্রকল্প বলেই মুখ চাপা দিয়েছে। এদিকে, গুজব রটেছে, মাইক্রোসফট ‘টুলালিপ’ নামে সোশাল সার্চ সার্ভিস বা সোশাল নেটওয়ার্কিং সার্ভিস চালু করতেই গোপনে কাজ করছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘টুলালিপ’ তথ্য ফাঁস হয়ে যাবার পরই মাইক্রোসফট জানিয়ে দেয় ভূল করে একটি অভ্যন্তরীণ তথ্য ফাঁস হয়ে গেছে। এ বিষয়ে তারা আর কোনো কিছু বলতে অস্বীকার করে। এদিকে, ফাঁস হওয়া তথ্য ঘেঁটে দেখা যায়, সেটি মাইক্রোসফটের সোশাল সাইট ডোমেইনের সঙ্গে সম্পর্কযুক্ত। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘টুলালিপ’ তথ্য থেকে দেখা গেছে, এতে রয়েছে ফেসবুক এবং টুইটার শেয়ার বাটন। এদিকে বিশ্লেষকরা বলছেন, মাইক্রোসফট-এর টুলালিপ হবে হাইব্রিড সার্চ বা সোশাল নেটওয়ার্কিং সার্ভিস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুলালিপ ঘিরে গুজব ছড়ালেও মাইক্রোসফট এখনও একে নিজেদের গবেষণা প্রকল্পের ভুল করে ফাঁস হয়ে যাওয়া কোনো কোডই বলছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ।
Friday, January 25, 2013
মাইক্রোসফটের গোপন সোশাল নেটওয়ার্কিং প্রকল্প ফাঁস
সম্প্রতি অনলাইনে মাইক্রোসফটের ‘টুলালিপ’ নামের নতুন প্রকল্প ফাঁস হয়ে গেছে। মাইক্রোসফট তড়িঘড়ি করে এটাকে সাধারণ অভ্যন্তরীণ প্রকল্প বলেই মুখ চাপা দিয়েছে। এদিকে, গুজব রটেছে, মাইক্রোসফট ‘টুলালিপ’ নামে সোশাল সার্চ সার্ভিস বা সোশাল নেটওয়ার্কিং সার্ভিস চালু করতেই গোপনে কাজ করছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘টুলালিপ’ তথ্য ফাঁস হয়ে যাবার পরই মাইক্রোসফট জানিয়ে দেয় ভূল করে একটি অভ্যন্তরীণ তথ্য ফাঁস হয়ে গেছে। এ বিষয়ে তারা আর কোনো কিছু বলতে অস্বীকার করে। এদিকে, ফাঁস হওয়া তথ্য ঘেঁটে দেখা যায়, সেটি মাইক্রোসফটের সোশাল সাইট ডোমেইনের সঙ্গে সম্পর্কযুক্ত। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘টুলালিপ’ তথ্য থেকে দেখা গেছে, এতে রয়েছে ফেসবুক এবং টুইটার শেয়ার বাটন। এদিকে বিশ্লেষকরা বলছেন, মাইক্রোসফট-এর টুলালিপ হবে হাইব্রিড সার্চ বা সোশাল নেটওয়ার্কিং সার্ভিস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, টুলালিপ ঘিরে গুজব ছড়ালেও মাইক্রোসফট এখনও একে নিজেদের গবেষণা প্রকল্পের ভুল করে ফাঁস হয়ে যাওয়া কোনো কোডই বলছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ।
Labels:
GMail,
Mail,
microwsoft,
Yahoo
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment