আমরা search engine বলতে Google কেই বুঝি কারন yahoo, bing, ask বা অন্যান্য search engine কে ততটা গুরুত্ব দিইনা যতটা Google কে দিই। এর সঠিক কারন আছে যেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবার কাজের কথাই আসি, বর্তমানে Google একের পর এক অ্যালগোরিদম (panda, penguin) এর পরিবর্তন করছে যার ফলে অনেক ভাল ভাল সাইট এর Visitor কমে যাচ্ছে যার ফলে সাইটটার revenue কমে যাচ্ছে, যার কারনে সাইট এর মালিকগন Google এর উপরে ভরসা কমে যাচ্ছে। সবচেয়ে আতঙ্কের কথা হল বড় বড় team/group রা এখন আর search engine নির্ভর করে সাইট করছে না। আরও মারাত্মক ব্যাপার হল এরা এদের সাইট থেকে adsense উঠিয়ে দিচ্ছে যার ফলে অন্যান্য adserve কোম্পানিগুলোর চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। তাছাড়া social media নির্ভর সাইটগুলোর ব্যাপক চাহিদার কারনে advertiser রা 3rd পার্টি ads এ বিনিয়োগ করা কমিয়ে দিচ্ছে যার ফলশ্রুতিতে social media এর উপর চাপ বেড়ে যাচ্ছে। আধিকাংশ বড় বড় publisher রা এখন adsense এর বিকল্প কিছু খুঁজছে।
এই অবস্থাই আমাদেরও উচিৎ SEO এর উপর গুরুত্বের পরিমান কমিয়ে দিয়ে social media marketing এর উপর গুরুত্ব দিই।
No comments:
Post a Comment